
প্রকাশিত: Fri, Dec 2, 2022 12:51 PM আপডেট: Wed, Apr 30, 2025 1:11 AM
কামব্যাক বলে যে কথাটা, তার পরিপূর্ণ রূপ দেখিয়েছে আর্জেন্টিনা
অজয় দাশগুপ্ত : আপনারা তো বাতিলই করে দিয়েছিলেন। প্রথম খেলায় ছন্দোবদ্ধ আক্রমণ গুছিয়ে ওঠার আগেই রায় দিয়ে দিলেন, এদের নাম নাকি ‘আর জিতি না’। পোল্যান্ডের সঙ্গের খেলাটি আবার দেখেন। বারবার দেখেন। দ্বিতীয়ার্ধে চিতা বাঘের ক্ষিপ্রতা আর হস্তি বাহিনীর মতো সমঝোতা এর আগে দেখেছেন?
দুনিয়ায় বহু বড় দল আছে। তারাও জেতে-হারে। কিন্তু এ এমন এক দল যারা জিতলে পৃথিবীর সব দেশে কোটি মানুষ জেগে ওঠে। আর হারলে নীল নদ, আরব সাগর, প্রশান্ত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের পানিও স্তব্ধ হয়ে যায়।
মেসি পেনাল্টিতে গোল করতে পারেননি। জেনে রাখুন, ১৯৭৮ সালে যে বার আর্জেন্টিনা প্রথম কাপ জেতে সেবারের সেরা খেলোয়াড় মারিও ক্যাম্পাসও তৃতীয় খেলায় পেনাল্টি মিস করেছিলেন। ১৯৮৬ সালে ম্যারাডোনার মতো শতাব্দীর সেরা ফুটবলারও তৃতীয় খেলায় পেনাল্টি মিস করেন। সেবারও এরা কাপ ঘরে তুলেছিল। এবার তৃতীয় খেলায় মেসির পেনাল্টি মিস কি কাকতাল? কীসের ইঙ্গিত এতে? খেলায় ধারাবাহিক উত্থান ও সমঝোতায় যে জয় তার ফল সবসময় চমৎকার হতে বাধ্য। কামব্যাক বলে যে কথাটা তার পরিপূর্ণ রূপ দেখিয়েছে আর্জেন্টিনা। তিন চারজন একজনকে ঘিরে রাখলেও বিজয় ধরা দেয়। এটাই ফুটবলের গৌরব। লেখক ও কলামিস্ট
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
